• শিরোনাম

    বাঘাবাড়ি মিল্কভিটায় অগ্নিকান্ড: ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা

    টি এম এ হাসান সিরাজগঞ্জ রবিবার, ১৬ জানুয়ারি ২০২২

    বাঘাবাড়ি মিল্কভিটায় অগ্নিকান্ড: ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা

    বাঘাবাড়ি মিল্কভিটায় অগ্নিকান্ড: ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা

    apps

    সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি মিল্কভিটায় পাউডার প্লান্ট-২ এর ৪ তলায় ডায়া মেশিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করছেন কতৃপক্ষ। শনিবার (১৫ জানুয়ারী) রাত ৯ টার দিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম জানান, শনিবার ৯টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসাকিট থেকে মিল্কভিটা কারখানার পাউডার প্লান্ট-২ এর ৪ তলার ডায়া মেশিনের ভিতরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় অফিসের ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিস ও শাহজাদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ওই ভবনের ৪ তলার ভ্যান্টিলেশন কেটে পানি ও ফোম ব্যবহার করে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরও জানান, ডায়া মেশিনের ভিতরে থাকা বেশকিছু গুড়োদুধ পুড়ে গেছে। এছাড়া ডায়া মেশিনেরও বেশ ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমান তাৎক্ষণিক ভাবে নিরুপন করা সম্ভব হয়নি। এ বিষয়ে বাঘাবাড়ি মিল্কভিটা কারখানার ডিজিএম অমীয় মন্ডল জানান, রাত ৯টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শর্টসাকিট থেকে মিল্কভিটা পাউডার প্লান্ট-২ এর ৪ তলার ডায়া মেশিনের ভিতরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কিছু পাউডার দুধ পুড়ে গেছে। তবে মেশিনের অবস্থা এখনো বোঝা যাচ্ছে না।

    বাংলাদেশ সময়: ৪:২০ অপরাহ্ণ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ