• শিরোনাম

    ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

    রংপুর ব্যুরো: শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

    ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

    apps

    ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) শিক্ষার্থীরা। এ সময় ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ১৩ অক্টোবর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকার পার্ক মোড় থেকে মর্ডান মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শিক্ষার্থীদের সেভ গাজ ফ্রি প্যালেস্টাইন, উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন,প্যালেস্টাইন হলোকাস্ট, জেরুজালেম বিলংস টু প্যালেস্টাইন, ইসরায়েল হটাও, ফিলিস্তিন বাঁচাও লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।
    সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েলি বর্বরতার শিকার ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ। তারা স্বাধীনভাবে বেঁচে থাকার সক্ষমতাও হারিয়ে ফেলেছিল। ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে সারা বিশ্বের মুসলমানদেরকে তাদের দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে সারা বিশ্বের মুসলমানদের আওয়াজ তুলার জন্য আহবান জানানো হয়।

    বাংলাদেশ সময়: ১১:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ