• শিরোনাম

    নোয়াখালীতে অনুষ্ঠিত হলো “ওয়াটার ক্রেডিট কর্মশালা” নোয়াখালী জোনে টিএমএসএস-এ নতুন নিয়োগপ্রাপ্ত মাঠকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

    নিজস্ব প্রতিবেদক শুক্রবার, ১৭ জুন ২০২২

    নোয়াখালীতে অনুষ্ঠিত হলো “ওয়াটার ক্রেডিট কর্মশালা” নোয়াখালী জোনে টিএমএসএস-এ নতুন নিয়োগপ্রাপ্ত মাঠকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

    apps

    উক্ত কর্মশালায় সভাপতিত্ত্ব করেন অত্র জোনের জোন প্রধান মোঃ আব্দুল কাদের । কর্মশালায় নতুন নিয়োগপ্রাপ্ত ২০ জন মাঠকর্মী অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভাশীষ সাহা, উপ-পরিচালক, টিএমএসএস, চট্টগ্রাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ওয়াটার ক্রেডিট প্রোগ্রামকে একটি জনকল্যাণকর প্রোগ্রাম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “মানুষের স্বাস্থ্য সচেতনতার জন্য টিএমএসএস বদ্ধপরিকর, সমাজের প্রতিটি মানুষকেই নিজের স্বাস্থ্যকে ভাল রাখার জন্য সচেতনতা একান্ত প্রয়োজন। তাই ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম সামাজিক সচেতনতায় বিশেষ ভূমিকা রাখবে।” উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম, চট্টগ্রাম বিভাগের ট্রেনিং কো-অর্ডিনেটর তাজউদ্দিন আহমদ উপস্থিত থেকে প্রোগ্রাম সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি বলেন, “মানুষ একা ভাল থাকতে পারে না, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারলে সকলে মিলেই ভাল থাকা যায়। টিএমএসএস, ওয়াটার ক্রেডিট প্রোগ্রাম সেই সামাজিক সচেতনতার কাজটি করছে।” উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন মোঃ আব্দুল কাদের , জোন প্রধান এবং মোঃ আমজাদ হোসেন, অঞ্চল প্রধান, সোনাপুর অঞ্চল, নোয়াখালী।

    বাংলাদেশ সময়: ৮:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ