• শিরোনাম

    দেখার কেউ নেই

    নির্মানের কয়েক মাসেই ভেঙ্গে পড়া দিনাজপুর শিক্ষাবোর্ডের সুরক্ষা দেওয়ালটি আজও অবহেলিত

    পিসি দাস, দিনাজপুর \ রবিবার, ০২ মে ২০২১

    নির্মানের কয়েক মাসেই ভেঙ্গে পড়া দিনাজপুর শিক্ষাবোর্ডের সুরক্ষা দেওয়ালটি আজও অবহেলিত

    apps

    দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দক্ষিণের সুরক্ষা প্রাচীরটি নিমার্ণের ছয় মাসের মাথায় ভেঙ্গে পড়লেও দেখার কেউ নাই। রাষ্ট্রের গুরুত্বপুর্ণ প্রতিষ্ঠান শিক্ষাবোর্ড। শিক্ষাবিষয়ে শিক্ষার্থীদের মুল্যবান নথিপত্র যেখানে সংরক্ষণ থাকে। এই গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের সুরক্ষা প্রাচীরটি নির্মাণের ৬ মাসের মাথায় ভেঙ্গে গেলেও একছরেও টনক নড়েনি বোর্ড কতৃপক্ষের। সরোজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষাবোর্ডের দক্ষিণ দিকের পূর্বদিক থেকে পশ্চিমে নির্মিত প্রাচীরটি প্রায় ৮০ থেকে ৯০ ফিট ভেঙ্গে গেছে। ঘটনার ১ থেকে দেড় বছর পেড়িয়ে গেলেও এতদিনেও প্রাচীরটি কেন সংস্কার করা হয়নি এ ব্যাপরে জানতে শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মোঃ আমিনুল হক সরকার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ২০১৯ সালের শেষের দিকে শিক্ষাবোর্ডের অর্থায়নে শিক্ষা অধিদপ্তর কাজটি করেছিল। প্রাচীরটি ভেঙ্গে পড়ার ব্যাপারে উর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করা হয়েছে। কয়েক মাস আগে তারা একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন যেখানে বর্ষার জমে থাকা পানি ও বন্যার তীব্র ¯্রােতে ২০২০ সলের ব্যনায় প্রাচীরটি ভেঙ্গে পড়ে । করোনার কারণে সংস্কার কাজ বন্ধ রয়েছে বলে জানান তিনি। বর্ষার পানি ও ¯্রােত প্রাচীরের যে অংশে সবচেয়ে বেশি প্রভাব ফেলে সেই অংশ টা এখনো সুদৃঢ় ভাবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই অংশ টি ভেঙ্গে পড়েছে তবে এর পিছনে প্রাচীর নির্মাণে ব্যবহৃত উপকরণগুলোর ত্রæটি রয়েছে কি না এমন প্রশ্ন করা হলে সুকৌশলে এড়িয়ে যান তিনি।

     

    বাংলাদেশ সময়: ২:২১ অপরাহ্ণ | রবিবার, ০২ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ