• শিরোনাম

    নাজিরপুরে সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে

    শফিকুল ইসলাম , বিশেষ প্রতিনিধি বুধবার, ১৮ মে ২০২২

    নাজিরপুরে  সড়কের বেহাল দশা, দুর্ভোগ চরমে

    নাজিরপুরে বেহাল সড়ক দুর্ভোগ চরমে  পিরোজপুরের নাজিপুরে দীর্ঘা টু বৈঠাকাটা সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ চরমে।

    apps

    পিরোজপুরের নাজিপুরে দীর্ঘা টু বৈঠাকাটা সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ চরমে। সড়কের বিভিন্ন জায়গায় পিচ-খোয়া উঠে গেছে অনেক আগেই। এখন সেখানে সৃষ্টি হয়েছে ছোট,বড় খানা-খন্দের। প্রায়ই ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা। এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন গণপরিবহণ চালক ও যাত্রীরা। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়। বৈঠাকাটা থেকে উপজেলা সদরে প্রতিনিয়ত ছোট বড় শত-শত গণপরিবহনে কয়েক হাজার মানুষ নিয়ে যাতায়ত করে। এ রাস্তা দিয়ে শত শত মালবাহী ট্রাক চলায় রাস্তার এ বেহাল দশা হয়েছে বলে জানান এলাকাবাসী। মূলত রাস্তাটি নদীর পাশ দিয়ে বয়ে গেছে আর এ মালবাহী ট্রাক চলাচলের কারনে কোন কোন জায়গা থেকে রাস্তা নদীতে বিলিন হওয়ার পথে এবং রাস্তার পাশে ট্রাক ঘাটিয়ে নদী থেকে মাল লোড-আনলোড করায় রাস্তার পার ভেঙ্গে নদীতে বিলিন হচ্ছে। পথচারী নাঈম হাওলাদার জানান, সড়কের অবস্থা এতটাই বেহাল যে, প্রতিদিন চরম দুর্ভোগের মধ্য দিয়ে আমাদের উপজেলা সদরে যেতে হয় এবং মালবাহী ট্রাক চলাচল করায় ছোট ছোট কালভার্ট গুলোও ভেঙ্গে যাচ্ছে রাস্তার ভেঙ্গে নদীতে বিলিন হতে চলছে। উপজেলা সহকারী প্রকৌশলী মো. গাফ্ফার হোসেন জানান,রাস্তাটি চার বছর অন্তর ম্যাটেনেন্সে যাবে,সে হিসেবে রাস্তাটির কাজ ২০২৩-২০২৪ অর্থ বছরে করা হবে।

    বাংলাদেশ সময়: ৪:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১৮ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ