• শিরোনাম

    নরসিংদীতে লকডাউন অমান্যে ৩৭ হাজার ২শত টাকা অর্থদণ্ড

    অনলাইন ডেস্ক শনিবার, ২৪ জুলাই ২০২১

    নরসিংদীতে লকডাউন অমান্যে ৩৭ হাজার ২শত টাকা অর্থদণ্ড

    apps

    শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:

    নরসিংদীতে লকডাউন অমান্যে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৫টি মামলায় ৩৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশে শনিবার সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

    জেলা প্রশাসক কার্যালয় থেকে জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার প্রদত্ত বিধি-নিষেধ বাস্তবায়নে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক, মহাসড়কসহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

    এসব অভিযানে দণ্ডবিধি ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭৫টি মামলা করে ভ্রাম্যমাণ আদালতে ৩৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং এসব অর্থ আদায় করা হয়।

    বাংলাদেশ সময়: ৯:৪৭ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    পরম শ্রদ্ধেয় বাবার স্মরণে

    ৩০ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ