| রবিবার, ১৬ অক্টোবর ২০২২ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
“হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই”, “বর্জ্যরে পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হাত ধোয়ার সঠিক নিয়ম নিয়ে একটি ডেম্যু প্রদর্শন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন। পরে জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ভূইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিকী, জেলা হাসপাতালের আরএমও ডা. মো. মিজানুর রহমান।
সভায় বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়ম মেনে হাত ধোয়ার ওপর গুরুত্বরোপের পাশাপাশি নিরাপদ আর্সেনিক মুক্ত পানি সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্ট বিভাগকে কার্যকরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৬ অক্টোবর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।