• শিরোনাম

    নবীনগর সরকারি হাসপাতাল সারাদেশের মধ্যে স্বাস্থ্য সেবায় প্রথম স্থান অর্জন

     নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

    নবীনগর সরকারি হাসপাতাল সারাদেশের মধ্যে স্বাস্থ্য সেবায় প্রথম স্থান অর্জন

    apps

    সারাদেশে স্বাস্থ্যসেবার মান নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে গত জুলাই মাসের র্যানকিং এ স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তালিকায় প্রথম স্থানে অন্তর্ভুক্ত হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের বর্তমান চিত্র তুলে ধরেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ৬০-৭০ ভাগ থেকে বর্তমানে শতভাগের চেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে। প্রতিদিন বহির্বিভাগে দেড়শ থেকে দুইশ ছাড়িয়ে গড়ে চারশ’র অধিক রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। করোনারোগীর চিকিৎসার জন্য মাত্র ২৫টি অক্সিজেন সিলিন্ডার থেকে এখন ৮১টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। গর্ভবতী মায়েদের জন্য বহির্বিভাগে আলাদাভাবে ডাক্তার এবং সিস্টারসহ এনসি কর্ণার চালু এবং জরুরী রোগীদের নিরাপদ সিজার নিশ্চিত করা, গর্ভবতী মায়েদের সাথে সার্বিক যোগাযোগ রক্ষায় এনসি কর্নারে নতুন মোবাইলফোন সার্ভিস চালু, আধুনিক অপারেশন থিয়েটার এবং উন্নত পোস্ট অপারেটিভ রুম স্থাপন করা হয়েছে। হাসপাতালে চালু হয়েছে নতুন চক্ষু বিভাগ, যক্ষারোগ সনাক্তের জিন এক্সপার্ট মেশিন। আল্ট্রাসনোগ্রাফিকে পুরোদমে সচল করা হয়েছে। হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুতায়ন নিশ্চিত করা হয়েছে। পূর্বে ৪ লক্ষ ৯২ হাজার ২৩ টাকা থেকে ২০২০-২১ অর্থবছরে হাসপাতালে রাজস্ব আয় বেড়ে আয় দাড়িঁয়েছে ১৮ লক্ষ ৮৩ হাজার ৫১৮ টাকা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান জানান, স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল মহোদয়ের প্রচেষ্ঠায় একটি নতুন এম্বুলেন্স, ডাক্তারসহ জনবল নিয়োগ, ইউএইচএফপিও এর কার্যক্রম দ্রুততর করার জন্য একটি জিপ কার প্রদান করা হয়েছে। তাছাড়া বর্তমানে ৫ তলা ফাউন্ডেশনসহ ৩১ শয্যার তিনতলা ভবনের নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। হাসপাতালের পূর্বের জরাজীর্ণ মসজিদ এবং ওযুখানা সংস্কার ও শীতাতপ নিয়ন্ত্রনের মধ্য দিয়ে আধুনিক করা হয়েছে। তিনি আরো বলেন, হাসপাতালের সার্বিক উন্নয়নের প্যারামিটারসমূহ পর্যবেক্ষণ করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হাসপাতাল র্যানকিং এ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম স্থানে উঠে এসেছে এবং একাধিকবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম স্থান অধিকার করেছে যা প্রশংসার দাবিদার। প্রেরক মোঃ নিজাম উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    বাংলাদেশ সময়: ১২:৪১ অপরাহ্ণ | শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ