• শিরোনাম

    নগরীতে ৩০জন যুব নারী পেল মোবাইল জার্নালিজম প্রশিক্ষণের সনদ

    স্টাফ রিপোর্টারঃ শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

    নগরীতে ৩০জন যুব নারী পেল মোবাইল জার্নালিজম প্রশিক্ষণের সনদ

    নগরীতে ৩০জন যুব নারী পেল মোবাইল জার্নালিজম প্রশিক্ষণের সনদ

    apps

    সিসিডি বাংলাদেশ ও রেডিও পদ্মা ৯৯.২ এফএমের যৌথ আয়োজনে মোবাইল জার্নালিজম প্রশিক্ষণ ও ফেলোশীপে অংশগ্রহণকারী ৩০জন যুব নারী সাংবাদিককে সনদপত্র প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। সিসিডি বাংলাদেশ চেয়ারপার্সন ওয়ালিঊর রহমান বাবু এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অধ্যাপক মো. মশিহুর রহমান, দৈনিক সোনার দেশ পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রেডিও পদ্মা ৯৯.২ এফ এম প্রজেক্ট ফোকাল পারসন ও স্টেশন ম্যানেজার শাহানা পারভিন। নারী ও পৃথিবীর উদ্যোগ (ওয়ার্থ) এর অর্থায়নে মােবাইল জার্নালিজম প্রশিক্ষণ কর্মসূচীর সনদপত্র বিতরন অনুষ্ঠানে রেডিও পদ্মার সিনিয়র প্রেজেন্টর মেহজাবিন কথা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিসিডি বাংলাদেশের ডিরেক্টর জিএম মুরতুজা।

    বাংলাদেশ সময়: ১:৪২ অপরাহ্ণ | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ