• শিরোনাম

    ধাপেরহাটে ৬১ বছর বয়সেও মেলেনি আলার প্রতিবন্ধী ভাতা,সমাজকর্মীর মিলছে না দেখা

     সাদুল্লাপুর প্রতিনিধিঃ শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

    ধাপেরহাটে ৬১ বছর বয়সেও মেলেনি আলার প্রতিবন্ধী ভাতা,সমাজকর্মীর মিলছে না দেখা

    apps

    কাকে বলি আমার দুঃখের সংসারে বিনা চিকিৎসার কথা। অভাব অনাটনের সংসার। সবাই কে বলেছি আমার আহাজারি কথা।কিভাবে পঙ্গু হলেন এমন প্রশ্নের জবাবে কেঁদে উঠে বলেন আমি বহুদিন ধরে কষ্টে আছি।কি করেন জবাবে বললেন আমি সামান্য ছোট কৃষক এক কথায় গরীব অসহায়। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন এর সর্দার পাড়া( মধ্যপাড়া) গ্রামের মোঃ আলা আমিন সর্দার আলা একজন প্রবীন আওয়ামীলীগ নেতা। লজ্জায় কাউকে বলতে পারে না তার বর্তমান সংসার তথা অভাবের বিনাচিকিৎসার কাহিনি। সমাজের বিত্তবানদের কাছে গেলেই কিংবা সংগঠন এর কাছে বললেও তার সু উত্তর মেলেনা। বাধ্য হয়ে শারীরীক প্রতিবন্ধী আল আমিন প্রতিবেদককে বলেন আপনার মাধ্যমে আমি সাদুল্লাপুর উপজেলার সমাজ সেবা কার্যালয়ের মানবিক কর্মকর্তা মানিক চন্দ্র রায় এর স্মরণ পূর্বক আমার যেন তদন্ত সাপেক্ষে একটি মানবিক সেবা প্রদান করেন। ধাপেরহাট ইউনিয়ন সমাজকর্মী মোবাইলে যোগাযোগ কিংবা একাধিক সেবা পেতে আসা বা নিতে আসা ভুক্তভোগীরা জানান অনেক কষ্ট করে নতুন মহিলা সমাজকর্মী নম্বর সংগ্রহ করা এবং তার দেখা না মিললেও সুবর্ণ নাগরিক কার্ড সময়মতো না পাওয়ায় প্রতিবন্ধী ভাতা পেতে ভুক্তভোগীরা অনলাইন করা সম্ভব হলো না।মোবাইল করলে সে মোবাইল ধরে না এমন অভিযোগ একাধিক লোকের।

    বাংলাদেশ সময়: ১০:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ