• শিরোনাম

    টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৩১ হাজার পিস ইয়াবা জব্দ

    নিজস্ব প্রতিবেদক রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

    টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৩১ হাজার পিস ইয়াবা জব্দ

    apps

    রবিবার (১১ ডিসেম্বর ২০২২) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, রবিবার ১১ ডিসেম্বর ২০২২ আনুমানিক রাত ০১০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফের নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাফ নদীর মোহনায় একটি ফিশিং বোট থেকে ফ্লোটিং এর মাধ্যমে একটি বস্তা পানিতে ফেলতে দেখা যায়। এসময় কোস্টগার্ড সদস্যগণ কর্তৃক বোটটিকে থামার সংকেত দিলে বোটটি দ্রুত মায়ানমার সীমানায় চলে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে এবং বস্তাটি তল্লাশী চালিয়ে ৩১ হাজার পিস ইয়াবা জব্দ করে। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ফ্লোটিং এর মাধ্যমে একটি বস্তা পানিতে ভাসিয়ে রাখা হয়েছিল।
    তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

    বাংলাদেশ সময়: ৭:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ