• শিরোনাম

    জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল

     আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- বুধবার, ১১ মে ২০২২

    জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল

    জামালপুরে হযরত শাহ জামাল (রঃ)'র স্মরণে ৯দিনব্যাপী ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল

    apps

    “নারায়ে তাকবীর আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ (সাঃ)” এই ধন্নীতে মূখরীত হয়ে হযরত শাহ জামাল (রঃ)’র স্মরণে প্রতি বছরের ন্যায় ৯দিনব্যাপী মহা-পবিত্র ওরশ মোবারক উপলক্ষে সুকরিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে হযরত শাহ জামাল (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান আকন্দ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন লিটনের নেতৃত্বে শহরের দয়াময়ী মোড় থেকে এ সুকরীয়া মিছিল বের হয়। সুকরিয়া মিছিলটি শহর প্রদক্ষিণ করে হযরত শাহ জামাল (রঃ) মাজার শরীফে গিয়ে শেষ হয়। সুকরিয়া মিছিল ও মোনাজাতে হযরত শাহ জামাল (রঃ) মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি নাজির হোসেন চিশতী, রেজা মাহবুব চিশতী, শেখ মোঃ সৈয়দুর রহমান সরকার (অবঃ আর্মি) কাদরী, মোঃ বাবলু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন (মুরদ) মোজাদ্দেদিয়া, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নাহিদ হোসেন চিশতী, সহ-প্রচার সম্পাদক মোঃ মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ লিয়াকত হোসেন মোজাদ্দেদিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসাইন মোজাদ্দেদিয়া ও কার্যনির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম আল আমিনসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে হযরত শাহ জামাল (রঃ) মাজার শরীফে গিলাপ চড়ানো হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ জামাল (রঃ) মাজার মসজিদের পেস ইমাম। রাতে মাজার প্রসঙ্গে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে রাতব্যাপী ধর্মীয় গান-বাজনা অনুষ্ঠিত হয়। মহা-পবিত্র ওরশ মোবারক ১০মে থেকে ১৮মে পর্যন্ত ৯দিনব্যাপী অনুষ্ঠিত হবে। আগামী ৪ঠা জ্যোষ্ঠ ১৪২৯বঙ্গাব্দ, আগামী বুধবার ১৮মে ২০২২ইং রাতে ৯দিনব্যাপী মহা-পবিত্র ওরশ মোবারক আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে বলে জানাই হযরত শাহ জামাল (রঃ) মাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

    বাংলাদেশ সময়: ১২:১৫ অপরাহ্ণ | বুধবার, ১১ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ