• শিরোনাম

    জামালপুরে মিথ্যে ও সাজানো মামলা দিয়ে হয়রানির অভিযোগে মডেল প্রেসক্লাব জামালপুরে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার

    আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- বুধবার, ২২ মার্চ ২০২৩

    জামালপুরে মিথ্যে ও সাজানো মামলা দিয়ে হয়রানির অভিযোগে মডেল প্রেসক্লাব জামালপুরে সংবাদ সম্মেলন  করেন ভুক্তভোগী পরিবার

    apps

    মঙ্গলবার দুপুরে মডেল প্রেসক্লাব জামালপুর এর হলরুমে ভুক্তভোগী মনিজা সাজানো ও মিথ্যে মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেন।

    জামালপুর পৌরসভার অন্তর্গত ৮ নং ওয়ার্ডের পশ্চিম ফুলবাড়িয়ার বাসিন্দা মোছাঃ ইতি আক্তার,পিতা:লাল মিয়া, ও মনিজা লিখিত বক্তব্য পাঠ করেন, তিনি বলেন আমার বৈমাত্রীয় বোন ফারজানা আক্তার সবুজা ২০১৭ সাল থেকে অদ্যাবদি আমার ও আমার বড় ভাই হাসানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও সাজানো পাঁচটি মামলা দায়ের করেন।

    এর মধ্যে একটি মামলা আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানার মাধ্যমে আপোষ হয়।
    অন্যান্য মামলাগুলো অদ্যপতি প্রক্রিয়াধীন রয়েছে, এখন গ্রেফতারি পরোয়ানা নিয়ে ফেরারি হয়ে জীবন যাপন করিতেছেন ভুক্তভোগী পরিবার ।

    মিথ্যে ও সাজানো মামলায় হাসান গত ২১ দিন যাবত জেল হাজতে রয়েছে । বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও জামিনে মুক্ত করতে পারছি না বলে জানান ভুক্তভোগ পরিবার।

    ইতিমধ্যে মনিজা ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশার হুমকি দিয়েছে ফারজানা আক্তার সবুজা।

    মিথ্যে ও হয়রানি মূলক মামলা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

    একই সাথে তাদের জান ও মালের নিরাপত্তা দাবী জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
    সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মনিজা লিখিত বক্তব্য পাঠ করেন।
    এবং সংবাদ সাংবাদিকদের প্রশ্নের উত্তর জবাব দেন মনিজা। সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সুষ্ট তদন্ত করে সত্য ঘটনা প্রকাশের দাবি করেন তিনি।

    বাংলাদেশ সময়: ৯:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ২২ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ