• শিরোনাম

    জনতার মনজুর এলাহীকে জনতার মাঝে ফিরিয়ে দিন। কথাটা শুধু আমার না, কথাটা সমগ্র নরসিংদীবাসীর।

    খন্দকার আমির হোসেন: মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

    জনতার মনজুর এলাহীকে জনতার মাঝে ফিরিয়ে দিন। কথাটা শুধু আমার না, কথাটা সমগ্র নরসিংদীবাসীর।

    apps

    মানবতার প্রতীক, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, বহু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কারিগর, এবং নরসিংদীর সংবাদপত্র ও সাংবাদিক সমাজের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মনজুর এলাহী প্রায় তিন মাস যাবৎ কারাগারে আটক রয়েছেন। এ বিষয়টায় নরসিংদীর আপামর মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

    মনজুর এলাহী বিএনপির রাজনীতি সাথে সংযুক্ত, হয়ত এটাই তার একমাত্র দোষ। তিনি রাজনীতি করতেই পারেন। এইটা তার সাংবিধানিক অধিকার। কিন্তু এই সাংবিধানিক অধিকার কে ক্ষুন্ন করে, সম্পুর্ন মিথ্যা এবং বানোয়াট মামলায় গ্রেফতার করে একে একে ৮টি পুরাতন গায়েবি মামলায় শোন এরেস্ট দেখানো কোন ভাবেই গ্রহণযোগ্য হতে পারেনা। এটা মানবাধিকারের চরম লংঘন। যে কোন ব্যাক্তি যে কোন মামলায় অভিযুক্ত হতেই পারেন। আইনী প্রক্রীয়ায় দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জামিন পাওয়ার অধিকার তার রয়েছে। আমরা ও চাই তিনি জামিনে মুক্ত হন।

    তাই নরসিংদীর আপামর জনতার দাবী, মনজুর এলাহীকে অবিলম্বে জামিনে মুক্তি দিন। জনতার মানুষকে জনতার মাঝে ফিরিয়ে দিন।।

    বাংলাদেশ সময়: ১০:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ