• শিরোনাম

    কুষ্টিয়ায় মৎস্যজীবী লীগের অনুমোদনের ৩য় বর্ষ পূর্তি পালিত

    রফিকুল ইসলাম, কুষ্টিয়া : মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

    কুষ্টিয়ায় মৎস্যজীবী লীগের অনুমোদনের ৩য় বর্ষ পূর্তি পালিত

    apps

    আজ মঙ্গলবার (২৯নভেম্বর, ২০২২ইং) কুষ্টিয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের অনুমোদনের ৩য় বর্ষ পূর্তি পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খান। এছাড়াও অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উক্ত অনুষ্ঠানটি কুষ্টিয়া জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মোঃ খলিলুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

    এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যজীবী লীগের মিরপুর উপজেলার প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ রফিকুল ইসলাম (ডালিম), কুষ্টিয়া শহর সভাপতি জিয়াউল হক খোকন, খোকসা উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজু, কুমারখালী উপজেলার সাধারণ সম্পাদক নাইমুর বিশ্বাস রিমন ও অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
    উক্ত অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতঃপর কেক কেটে অনুষ্ঠানটির সমাপ্ত হয়।
    এর আগে মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ রাজপথে মিছিল করে।

    সভায় অতিথিবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

    বাংলাদেশ সময়: ১১:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ