• শিরোনাম

    কিশোরগঞ্জে সমন্বয় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি কিশোরগঞ্জ বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১

    কিশোরগঞ্জে সমন্বয় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

    apps

    কিশোরগঞ্জেস্বেচ্ছাসেবী সংগঠন “সমন্বয় সমাজকল্যাণ সংস্থার” উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে মাস্ক বিতরণ ও করোনা বিধি প্রতিপালনে করনীয় সংক্রান্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকালে পাগলা মসজিদ সংলগ্ন এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কয়েকশত নারী, পুরুষ, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের সমন্বয়ক নাদীম করীম আরমানের পরিচলানায় সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: কামরুজ্জামান খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ পারভীন রেজিষ্ট্রেশান অফিসার মো: হারুন উর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওয়াহিদুৃজ্জামান, সমাজসেবা অফিসের অফিস সহায়ক মো: আব্দুল আজিজ। ক্যাম্পেইন কার্যক্রমটির সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মারুফ, সংগঠনের সাধারণ সম্পাদক মো: আব্দুর রব, সভাপতি এ এম উবায়েদ, এইচ এম আফ্রিদ, প্রশান্ত রায়, ফকরুদ্দিন অর্পন, জহির শাকিল, সাগর মিয়া, আজহারুল ইসলাম প্রমুখ।

    বাংলাদেশ সময়: ৮:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ