• শিরোনাম

    আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান 

     রিপোর্টার খুরশীদ আলম মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২

    আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান 

    apps

    সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাভার জোনাল অফিস। এ সময় সংযোগ কাজে ব্যবহৃত রাইজার ও পাইপ খুলে জব্দ করা হয়। মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকাল থেকে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান শুরু হয়। চলবে বিকেল পর্যন্ত। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে ৪০ সদস্যের একটি শ্রমিক দল অংশ নেয়। এলাকাবাসী ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, টাকার বিনিময়ে প্রতিটি বাসা-বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয় এলাকার প্রভাবশালীরা। সকাল থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এদিকে অবৈধ গ্যাস সংযোগের কারণে ওই এলাকার পোশাক কারখানাগুলো বিভিন্ন বাড়িতে গ্যাসের পেশার কম থাকায় দুর্ভোগে পড়েছিলো তারা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করন অভিযান চলছে। বিকেল পর্যন্ত এ অভিযান চলবে।  সংযোগ বিছিন্ন করণকালে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    বাংলাদেশ সময়: ১০:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ