• শিরোনাম

    অবরোধের দ্বিতীয় দিনেও ফাঁকা বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক

    টি এম এ হাসান বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

    অবরোধের দ্বিতীয় দিনেও ফাঁকা বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক

    apps

    বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনেও ফাঁকা রয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ অন্যান্য রুট।

    যাত্রীবাহী দু-একটি বাস দেখা গেলে সেটা পুলিশ নিরাপত্তা দিয়ে বঙ্গবন্ধু সেতু পার করে দিচ্ছে।

    তবে জেলা ও উপজেলা শহরগুলোতে তিন চাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে। খোলা রয়েছে অফিস আদালতসহ অধিকাংশ দোকানপাটও।

    বুধবার (১ নভেম্বর) সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক ছিল ফাঁকা। মাঝে মাঝে দু-একটি পণ্যবাহী পরিবহন চলাচল করলেও দূরপাল্লার বা লোকাল বাস চলতে দেখা যায়নি।

    সিরাজগঞ্জে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। মহাসড়ক অবস্থান নিয়ে বিভিন্ন পয়েন্টে অবরোধবিরোধী শান্তি মিছিল কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।
    তবে মাঠে দেখা যায়নি বিএনপি ও জামায়াত কর্মীদের।

    এদিকে জেলা ও উপজেলা শহরে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, রিকশাসহ তিন চাকার গাড়িগুলো অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করছে। দোকানপাট-অফিস আদালত খোলা থাকলেও লোক সমাগম ছিল অনেকটাই কম।

    বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, গাড়ি চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কম। যাত্রীবাহী বাস কিংবা পণ্যবাহী পরিবহন দেখা গেলে আমরা নিরাপত্তা দিয়ে সেটিকে পার করে দিচ্ছি।

    সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আবু জাফর বলেন, মহাসড়কে গাড়ি চলাচল ক্রমশই বাড়ছে। আমরা যানবাহনগুলোকে নিরাপত্তার সঙ্গে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি।##

    বাংলাদেশ সময়: ১১:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ