• শিরোনাম

    ২এপিবিএন, বান্দরবানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে প্রথম সরাসরি ইন্টারনেট সংযোগ

    কাজী আশরাফ আহমেদ,ময়মনসিংহঃ বুধবার, ২৪ মে ২০২৩

    ২এপিবিএন, বান্দরবানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে প্রথম সরাসরি ইন্টারনেট সংযোগ

    apps

    ২এপিবিএন মেঘলা, বান্দরবানের রিয়ার হেডকোয়ার্টারে ২৩ মে ২০২৩ তারিখে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে সরাসরি ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। ২এপিবিএন সদর দপ্তর ময়মনসিংহ, কমান্ডিং অফিসারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর সাহায্যে দুর্গম পাহাড়ি এলাকায়

    বান্দরবানের মেঘলায় অবস্থিত ২এপিবিএন এর রিয়ার হেডকোয়ার্টার সাইবার অ্যানালাইসিস শাখায় একটি সার্ভার রুম স্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সরাসরি ইন্টারনেট সংযোগ প্রদান ২এপিবিএন, সাইবার ক্রাইম সেলের অনলাইন অপরাধ প্রতিরোধ ও টহল কার্যক্রমকে গতিশীল করবে।

    ২এপিবিএন’র অভিযানে ৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার বাঁশখালী, চট্টগ্রামের মোরশেদ আলম, ফাহমিদা সুলতানা, মোঃ এরফানুল হক ও সুবীর দত্ত । চট্টগ্রামের চান্দগাঁওয়ে জিডির পরিপ্রেক্ষিতে ২ এপিবিএন, সাইবার এনালাইসিস ব্রাঞ্চ ভিকটিমের দেওয়া জিডির কপি সংগ্রহ করে এপিবিএন এইচসিওর এলআইসি শাখার সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে। আজ ২৪ মে ২০২৩, ২এপিবিএন-এর কমান্ডারের উপস্থিতিতে ৪টি ফোন তার মালিকের কাছে হস্তান্তর করে।

    বাংলাদেশ সময়: ১০:৫৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ