• শিরোনাম

    সিরাজগঞ্জে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, কুয়াশায় ঢাকা চারপাশ

    জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

    সিরাজগঞ্জে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, কুয়াশায় ঢাকা চারপাশ

    apps

    মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে সিরাজগঞ্জের জনপদ। দুই দিন ধরে দেখা নেই সূর্যের।

    সোমবার (২২ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড হয়েছে। চলতি মৌসুমে এ স্টেশনে এটিই সর্বনিম্ন তাপমাত্রা। অপরদিকে তাড়াশে রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে তাড়াশে এটি সর্বনিম্ন তাপমাত্রা।

    এদিকে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে। বিশেষ করে রিকশা শ্রমিক, দিনমজুর, মাটিকাটা শ্রমিকরা পড়ছেন সংকটে।

    বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। রোববার ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

    তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, চলতি শীত মৌসুমে এ অঞ্চলে এটি সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়ায় উচ্চ চাপ বলয়ের কারণে কুয়াশার তীব্রতা বেড়েছে। জানুয়ারি মাসজুড়েই শীত ও কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

    বাংলাদেশ সময়: ৯:১৬ অপরাহ্ণ | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ