মঙ্গলবার ২৮ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

>>

শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২ তম জন্ম দিনে শেকৃবি’র শ্রদ্ধাঞ্জলী

নিজস্ব প্রতিবেদক :   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট

শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২ তম জন্ম দিনে শেকৃবি’র শ্রদ্ধাঞ্জলী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ এর নের্তৃত্ত্বে কৃষক শ্রমিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও বাঙালী জাতির শৃঙ্খল মুক্তির দিসারী,অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, জাতীয় নেতা শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২ তম জন্ম দিনে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের মোরালে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে ১০ টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বাস যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্ত্বরে এ. কে. ফজলুল হকের মাজারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়াতে জাতীয় নেতার আত্মার রুহের মাগফেরাত কমনা করা হয়।

এখানে উল্লেখ্য যে, ততকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর ইস্ট বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। যা ২০০১ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড জসিম উদ্দিন, ট্টেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. এফ. এম. আমিনুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক, পরিচালক পরিবহন পুল অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ খোন্দকার আসাদুজ্জামান, কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোষ্ট ড. মুহাম্মদ মাহবুব ইসলাম, শেরেবাংলা হল প্রভোষ্ট অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, বেগম রোকেয়া হল প্রভোষ্ট অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানুসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ। বাদ আসর শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের জন্ম বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উভয় মসজিদের মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:২৬ অপরাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আজ বিজয়া দশমী
(1256 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins