শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর বেলাবতে স্কুল স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, একটি দেশের উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বাধিক বিনিয়োগ করা প্রয়োজন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন হলে উচ্চশিক্ষা আরও সহজ ও কার্যকর হবে। প্রশাসনের সহযোগিতায় আগামী দিনে আমরা স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করব।
শনিবার (২৫ অক্টোবর) বেলাব উপজেলার হোসেন নগর পাইলট স্কুল মাঠে মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত স্কুল স্বাস্থ্যসেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বেলাব হোসেন নগর পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় আমাদের পরিবারের সদস্যরা স্থানীয়দের সঙ্গে মিলে জমি দানসহ সহযোগিতা করেছিলেন। ভবিষ্যতেও এ বিদ্যালয়ের উন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও স্বাস্থ্যের বিকল্প নেই।
মান্নান সাকিনা এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সচিব মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর মো. খালিদ হোসেন, নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব এবং হোসেন নগর পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. আমিনুল হক চৌধুরী প্রমুখ।
Posted ৭:৩৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।