• শিরোনাম

    রামগতি বুড়োকর্তার ৯৪ তম মেলা মহা ধুম ধামের চলছে

    মোঃ নুর হোসেন সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩

    রামগতি বুড়োকর্তার ৯৪ তম মেলা মহা ধুম ধামের চলছে

    apps

    লক্ষ্মীপুর রামগতি উপজেলায় বুড়ো কর্তার আশ্রম ঐতিহ্যবাহি মেলা চলছে মহা ধুমধামের সাথে। এটি হচ্ছে বুড়ো কর্তার মেলার ৯৪তম মেলা।

    শ্রী শ্রী বুড়োকর্তার তিরোধান উপলক্ষে লীলা র্কীতন ও মেলার আয়োজন করা হয়। এ মেলা চলবে আগামী ৫-৭ ফেব্রয়ারী পর্যন্ত। জানুয়ারি ফ্রেব্রয়ারী মাসের ১০ দিন ব্যাপী জেলার রামগতি উপজেলার চর সেকান্দার এ মেলার আয়োজন করা হয়।

    মেলায় ১৮০ থেকে ২০০টির বেশী অস্থায়ী দোকানের পসরা বসেছে। শিশুদের খেলনা, মাটির ভৈষজ, প্যাষ্টিক সামগ্রী, গৃহস্থালী জিনিসপত্র, আসবাবপত্রসহ বিভিন্ন পন্য সামগগ্রী, বিভিন্ন রকমারী খাবার এ মেলায় স্টলে পাওয়া যায়। এ মেলাকে ঘিরে বগুড়া, রাজশাহী, ভোলা, বরিশাল, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে পন্য নিয়ে এখানে আসে বিক্রেতারা।

    নোয়াখালী, ফেণী ও লক্ষ্মীপুর জেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন এ বুড়োকর্তার লীলার্কীতন শুনতে আসে। পাশাপাশি মেলায় হিন্দু মুসলিমসহ সকল সম্প্রদায়ের লোকজন এটি উপভোগ করতে আসে।

    বাংলাদেশ সময়: ১০:৫৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ