• শিরোনাম

    রানার মটরস লিমিটেড নতুন মডেলে ট্রাক বাজারে আনলো।

    শরীফ আহমেদ প্রতিবেদনঃ শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

    রানার মটরস লিমিটেড নতুন মডেলে ট্রাক বাজারে আনলো।

    apps

    দেশের সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আইশার প্রো ২০০০ এবং ৬০০০ সিরিজের কয়েকটি বাণিজ্যিক পরিবহনের উদ্বোধন করেছে রানার মটরস লিমিটেড। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ছিল এই আয়োজন। প্রধান অতিথি হিসেবে গাড়িগুলোর উদ্বোধন করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও ভলভো আইশার কর্মাশিয়াল ভ্যাহিক্যাল, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং আশিয়ান দেশগুলো রিজিওনাল হেড শান্তানু শ্রীভাস্তাভ। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    অনুষ্ঠানের সূচনা বক্তব্যে রানার মটরসের সিনিয়র জি এম ফিরোজ কবির নতুন রানার মটরসে সব গাড়ির বিবরণ তুলে ধরে বলেন, ‘রানার মটরস পরিবহন খাতকে সমৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আগামীতে ভলভো আইশার সিরিজের গাড়িগুলি পরিবহন খাতে বিল্পবী পরিবর্তন আনবে।

    রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, দৈনিক বাংলার নবকন্ঠে বলেন ‘আজ বড় আনন্দের দিন। আমরা পরিবহন খাতে এই দুই সিরিজের গাড়ির যাত্রা শুরু করলাম, যা পরিবহন ও যোগাযোগ খাতে উন্নতি সাধনসহ দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে

    বাংলাদেশ সময়: ৬:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ