• শিরোনাম

    যাত্রাবাড়ীর কোনাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ইটের বস্তা পড়ে শিশুর মৃত্যু

    সোহরাওয়ার্দীঃ শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

    যাত্রাবাড়ীর কোনাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ইটের বস্তা পড়ে শিশুর মৃত্যু

    apps

    রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া কুমিল্লা পট্টিতে বহুতল ভবনে ওপর থেকে নির্মাণসামগ্রী পড়ে এক শিশু রিফাত (৭) মারা গেছে। আজ শনিবার বিকেল ৪ টার দিকে কোনাপাড়া কুমিল্লা পট্টির ফয়সাল বক্সের বহুতল ভবনের নিচে এ ঘটনা ঘটে।

    শিশু রিফাত জামালপুর জেলার বকশীগঞ্জ থানার চন্দ্রাবাজার গ্রামের মোহাম্মদ আবদুর রশিদের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। ঢাকায় ১/৩ আব্দুর রউফ মুন্সী লেন কোনাপাড়া মোমেন বাগ দেলোয়ার হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

    জানা গেছে, যাত্রাবাড়ী থানা এলাকার কোনাপাড়া কুমিল্লা পট্টি ফয়সাল বক্সের বাড়ির নয়তলা ভবনের নির্মাণকাজ চলছে। সেখানে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ভবন নির্মাণের কাজ চলছিল। সেই বহুতল ভবনের নিচে খেলাধুলা করছিল শিশু রিফাত।

    শিশুটির বাবা আব্দুর রশিদ বলেন, ‘আমার ছেলে বহুতল ভবনের নিচে খেলাধুলা করছিল। এ সময় বহুতল ভবনের ছাদ থেকে ইটের বস্তা ভর্তি নির্মাণসামগ্রী ফেলে দেন শ্রমিকেরা। বস্তাটি আমার ছেলের মাথায় পড়ে এবং ঘটনা স্থলেই সে মারা যায়।

    ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার বলেন, ‘আমি ভবন নির্মাণের কাজ করছি। কিন্তু আজ আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। ভবনের ওপর থেকে মাঝেমধ্যেই ভাঙা ইটের সুরকি ফেলানো হয়। তবে আজ ফেলানোর সময় শ্রমিকেরা দেখেননি যে নিচে শিশুরা খেলাধুলা করছিল।’

    নিরাপত্তা বেষ্টনী ছাড়া বহুতল ভবনের কাজ কেন করছে?-এমন প্রশ্নের জবাবে ঠিকাদার বলেন, ‘সীমানাপ্রাচীরের ভেতরে তো কাজ করছি। তাই নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়নি।’

    এ বিষয়ে ভবনের মালিক বলেন, ‘ঘটনার পরপরই আমি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।’

    আপনি তো ভবনের কাজে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী দেননি?-এমন প্রশ্নের জবাবে ভবনের মালিক বলেন, ‘এটা তো ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্ব।’

    যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, ‘ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।

    তবে অনেকেই জানান ফয়সাল বক্স স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় নিহতের পরিবারকে ভয়-ভীতি প্রদর্শন করে এ বিষয়ে যাতে কোন মামলা না হয় তার জন্য চাপ প্রয়োগ করছেন।

    বাংলাদেশ সময়: ৯:১০ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ