• শিরোনাম

    ময়মনসিংহের ত্রিশালে ৭ই মার্চ উপলক্ষে পুলিশের আনন্দ উদযাপন

    এনামুল হক,ময়মনসিংহ সোমবার, ০৮ মার্চ ২০২১

    ময়মনসিংহের ত্রিশালে ৭ই মার্চ উপলক্ষে পুলিশের আনন্দ উদযাপন

    ময়মনসিংহের ত্রিশালে ৭ই মার্চ উপলক্ষে পুলিশের আনন্দ উদযাপন

    apps

    ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রবিবার ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর সরকারি নজরুল একাডেমী মাঠে ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। প্রথমে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়। এরপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মৎ মাইন উদ্দিন ও সঞ্চালনা করে ত্রিশাল থানার সেকেন্ড অফিসার এসআই বিকাশ চন্দ্র সরকার।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায়, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকার প্রকাশক ও সম্পাদক এনবিএম ইব্রাহিম খলিল রহিম, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি একেএম সাদিকুর রহমান কিরণ আকন্দ, ত্রিশাল পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন প্রমুখ। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিটিভি ও বাংলা ভিশন টেলিভিশনের নিয়মিত জনপ্রিয় কণ্ঠশীল্পি ইসরাত জাহান নিপা সহ আরও অনেকে।

     

    বাংলাদেশ সময়: ৭:০৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    পরম শ্রদ্ধেয় বাবার স্মরণে

    ৩০ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ