• শিরোনাম

    ফেনীতে কুরআনে হাফেজ ও এতিমদের সংবর্ধনায় ব্যতিক্রমী আয়োজন অনূকুল সংঘের

    মোহাম্মদ ইসমাইল রবিবার, ১০ মার্চ ২০২৪

    ফেনীতে কুরআনে হাফেজ ও এতিমদের সংবর্ধনায় ব্যতিক্রমী আয়োজন অনূকুল সংঘের

    apps

    অর্থায়নে কুরআনের হিফস সম্পন্নকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন অনুকূল সংঘ। এ সময় আরো তিন জন হিফস শিক্ষার্থীর শিক্ষা ও ভরনপোষণ ব্যায়ের দায়িত্ব নেন তারা। রবিবার ১০ মার্চ দুপুরে ফেনী গোল্ডেন শিশু পার্কে এ উপলক্ষে হিফজ শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসবের আয়োজন করে সংগঠনটি। বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উৎসবে দিন পার করে কুরআনের পাখিরা। আনন্দে মেতেছিল এতিম শিশুরা। দিনব্যাপী বিনোদনের সুযোগ পেয়ে আনন্দে মেতেছিল এতিম শিশুরা। উল্লাসে দিন কাটিয়েছে ৬০ জন শিশু ।

    সংগঠনের সভাপতি ডাঃ সাজিদ আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। অনুকূল সংঘের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাজেদুল হক রিমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ ফেনীর সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার, ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আহম্মেদ রিয়াদ আজিজ রাজিব, দৈনিক ফেনী পত্রিকার সম্পাদক আরিফুল আমিন রিজভী।

    স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের সভাপতি মঞ্জিলা মিমি, ইউনাইটেড ট্রাষ্ট ফেনীর কো-অর্ডিনেটর মোঃ ফয়সাল ভূঁইয়া, সময় টিভির নিজস্ব প্রতিবেদক আতিয়ার সজল, এখন টিভি ফেনী প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম ফেনী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগন্টিক ওনার্স এসোসিয়েশন এর সভাপতি হারুন ইর রশীদ, সাধারণ সম্পাদক আবু জুবায়ের মুন্না সহ অন্যরা।

    বাংলাদেশ সময়: ৯:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১০ মার্চ ২০২৪

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ