• শিরোনাম

    পরিবারের দিকে তাকালেই নারীর প্রতি শ্রদ্ধাবোধ অনেকাংশে বেড়ে যাবেঃ সিরাজগঞ্জে নারী দিবসে বক্তারা

    টি.এম.এ হাসান, সিরাজগঞ্জ: সোমবার, ০৮ মার্চ ২০২১

    পরিবারের দিকে তাকালেই নারীর প্রতি শ্রদ্ধাবোধ অনেকাংশে বেড়ে যাবেঃ সিরাজগঞ্জে নারী দিবসে বক্তারা

    পরিবারের দিকে তাকালেই নারীর প্রতি শ্রদ্ধাবোধ অনেকাংশে বেড়ে যাবে

    apps

    আমরা যদি আমাদের পরিবারের নারীদের দিকে তাকাই তাহলে নারীর প্রতি শ্রদ্ধাবোধ অনেকাংশে বেড়ে যাবে এবং নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা একবারেই কমে আসবে। সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সমানে রেখে সোমবার (৮ মার্চ) সকাল ১১টায় শহীদ শামসুদ্দীন সম্মেলনে কক্ষে (জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ) সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হেলাল আহমেদ এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কে.এম হোসেন আলী হাসান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনির হোসেন, বাংলাদেশ আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু, মহিলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা হাসান হেনা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব ডাঃ মোঃ আক্তারুজ্জামান ভূইয়া, এন.এস.আই যুগ্ম পরিচালক আবু তাহের মোঃ পারভেজ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ শামীমা ইয়াসমিন রিমা, সুখ এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, ব্রাক এর সমন্বয়কারী রইস উদ্দিন প্রমূখ।

    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিশ্বের উন্নয়নে নারীর অবদান স্বীকৃত। দেশে প্রতিবছর কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ অনেকাংশে বেড়েই যাচ্ছে যা আমাদের নারী আন্দোলনের ফল। বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার আদায় ও নিশ্চিতকরণে বিশ্বের দরবারে প্রসংশা কুড়িয়েছে। তবে দেশে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত হলে নারীরা আরও অনেক এগিয়ে যাবে। এক্ষেত্রে দেশের সরকারসহ আমাদের সকলের উচিৎ নারীদের আরও সুযোগ সৃষ্টি করে দেয়া। এসময় সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

     

    বাংলাদেশ সময়: ৬:২১ অপরাহ্ণ | সোমবার, ০৮ মার্চ ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ