• শিরোনাম

    পবায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক: বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

    পবায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

    apps

    রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের আয়োজনে সকল ধর্মের মানুষ ও সুধিজনদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সর্ম্পক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা বিনির্মাণে উপজেলা সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামসুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন, ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার রুহুল আমিন নূরী, নওহাটা সরকারি ডিগ্ৰি কলেজের (সাবেক) অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রিজভী আল হাসান মুঞ্জিল, পবা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আরএমপি’র পবা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোবারক পারভেজ, হিন্দু ধর্মের পুরোহিত রতন মুখার্জি। এছাড়াও সমাবেশে উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগণ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, মাদরাসা ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। সম্প্রীতি সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, ‘ইসলামসহ সকল ধর্মে অপর ধর্মের প্রতি সম্মান দিতে শিখিয়েছে। সম্প্রতি ধর্মীয় বিভাজন সৃষ্টি করে গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে দেশকে এগিয়ে নিতে হবে।’ উল্লেখ্য, আমি মানুষকে মানুষ হিসেবে দেখি। রাজনীতিতে আমার কাছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান বলে কিছু নাই। সকলেই মানুষ। এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নিতে এবং ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ , সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করার লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলা পর্যায়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ সময়: ৯:০৪ অপরাহ্ণ | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ