• শিরোনাম

    পবায় প্রকাশ্যে নিলাম বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত

    ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ সোমবার, ০৩ এপ্রিল ২০২৩

    apps

    “সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম
    নির্মান” শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহীর পবা উপজেলাধীন বায়া মৌজায়
    অধিগ্রহনকৃত ০৬/২০২০-২০২১ নম্বর এল এ কেস এর ৬.৯৮ (ছয় দশমিক নয় আট)
    একর ভুমির উপর অবস্থিত পাকা/আধাপাকা অবকাঠামো ও জ¦ালানী/ড্যামেজ
    গাছপালা প্রকাশ্যে নিলাম বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টায় বিআরডিবি হলরুমে আয়োজিত প্রকাশ্যে
    নিলাম বিক্রয় কার্যক্রমে ১৬৬ জন দরদাতা অংশগ্রহন করেন। এসময় সরকারী মূল্য
    ৯,২৪,৮১৫/-(নয় লক্ষ চব্বিশ হাজার আটশত পনেরো) টাকা এর বিপরীতে মের্সাস
    আলী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী গোলাম রাব্বানী ৯,৩০,০০০/-(নয় লক্ষ ত্রিশ
    হাজার) টাকা মূল্যে সর্বোচ্চ নিলাম ক্রয় দরদাতা হিসেবে নির্বাচিত হন।
    উপজেলা সমবায় অফিসার ও নিলাম কমিটির সভাপতি সুলতানুল ইসলাম এর
    সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এফএসটিএন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা
    আমজাদ হোসেন, বিসিআইসি এর প্রকৌশলী নুরুজ্জামান, উপজেলা সমবায়
    অফিসের সহকারী পরিদর্শক পলাশ উদ্দিন ও নাসরিন আলমসহ নিলাম দরদাতা, গন্যমান্য
    ব্যাক্তিবর্গ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

    বাংলাদেশ সময়: ৯:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ