• শিরোনাম

    নাজিরপুরে মধুমতি নদীতে চলছে বালু উত্তোলন স্কুল,মন্দির,বাসস্থান সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন

    শফিকুল ইসলাম,নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১

    নাজিরপুরে মধুমতি নদীতে চলছে বালু উত্তোলন স্কুল,মন্দির,বাসস্থান সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন

    apps

    পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের
    অতুল নগর খেয়াঘাট সংলগ্ন এলাকায় মধুমতি নদীতে চলছে বালু
    উত্তোলন।ফলে বৃদ্ধি পেয়েছে নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গন। অতুল
    নগর খেয়াঘাটের অপর পারে ভাঙ্গনের কবলে পড়ে মালিখালি
    ইউনিয়নের স্কুল,মন্দির,বাসস্থান সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান

    নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে ক্ষোভে ফুসঁছেন স্থানীয়
    এলাকাবাসী ও ব্যবসায়ীরা।এলাকাবাসীর অভিযোগ নীতিমালা
    অনুসরন না করে এখানে বালু মহল ঘোষনা করায় এ পরিস্থিতি
    ঘটেছে। মালিখালি ইউনিয়নের চেয়ারম্যান সুমন মন্ডল(মিঠু)
    জানান,মধুমতি নদী থেকে বালু উত্তোলনের ফলে আমার ইউনিয়নের
    ১১নং ঝনঝনিয়া সঃ প্রাঃ বিদ্যালয়,সাচিয়া সার্ব্বজনীন

    দূর্গা মন্দির,বাজারের দোকান ঘর,জেলে সম্প্রদায়ের কয়েক শত
    ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে।আমি কয়েক বার বিষয়টি
    উপজেলা আইন শৃংখলা মিটিং এ উত্থাপন করলে ও আজ পর্যন্ত
    প্রশাসন কোন প্রতিকারের ব্যবস্থা করেনি।এ ব্যপারে উপজেলা
    র্নিবাহী কর্মকর্তা মোহম্মদ ওবায়দুর রহমান বলেন,আমাদের
    ওখানে একটি বালু মহল রয়েছে।
    শফিকুল ইসলাম।
    নাজিরপুর,পিরোজপুর।
    ০১৭১১৮৩৯৫১৩।

    বাংলাদেশ সময়: ৪:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ