• শিরোনাম

    নরসিংদীতে সন্ত্রাসীদের হামলায় টেক্সটাইল শ্রমিক নাদিম গুরুতর আহত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

    নরসিংদী থেকে খন্দকার আমির হোসেন” রবিবার, ০৯ এপ্রিল ২০২৩

    নরসিংদীতে সন্ত্রাসীদের হামলায় টেক্সটাইল শ্রমিক নাদিম গুরুতর আহত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

    apps

    নরসিংদীতে গত; ৩০ই মার্চ ৯.৩০ ঘটিকায় নাদিম নামে এর টেক্সটাইল শ্রমিক তাড়াবি নামাজ পড়ে বাড়ী যাওয়ার পথে রাস্তায় আটকিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দাড়ালো চাপাতি দিয়ে ২নং বিবাদী আমি রুবেল মিয়া আমার ভাতিজার মাথায় কোপ মারে আর সাথে সাথে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলে বিবাদীর সবাই এলোপাথারী কোপিয়ে গুরুতর জখম করে। আমার ভাতিজার ডাক চিৎকারে এলাকার লোকজন আসলে বিবাদীরা সবাই পালিয়ে যায়। এলাকার লোকজন আমার ভাতিজাকে নরসিংদী সদর হাসপাতালে নিলে রোগির অবস্থা খারাপ দেখে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল রেফার্ড করে দিয়েছে। এখন আমার ভাতিজার অবস্থা অনেক খারাপ আমার ভাতিজার মাথায় ও শরীলে ২২ শেলাই লাগে। ডান হাতের তিন আঙ্গুলী কেটে যায়। তার পর আমি রুবেল মিয়া আমার আত্মীয় স্বজন ও গণ্যমান্য ব্যক্তিগণকে জানিয়ে বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি। উক্ত সন্ত্রাসীরা হলো ১। আবির মিয়া (২২), ২। শ্রাবন মিয়া (২০), ৩। সাইফুল মিয়া (১৯), ৪। ফাহিম মিয়া (২০) সহ অজ্ঞাত ৮/১০ জন এলাকায় এরা বিভিন্ন সময় ঝগড়া, মারা মারি ও নাশকতা করা থাকে। তাদের মদদদাতা বড় ভাই রয়েছে অধিকতর তদন্তে তার নাম বের হয়ে আসবে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। অতিসত্ত্বর এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দাবী করছেন ভিকটিম পরিবার। ভিকটিম পরিবার আরো জানায়, মামলা উঠিয়ে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে । এলাকাবাসী ও ভিকটিম পরিবার এর ন্যায় বিচার দাবী করেন প্রশাসনের নিকট।

    বাংলাদেশ সময়: ৩:০০ অপরাহ্ণ | রবিবার, ০৯ এপ্রিল ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ