• শিরোনাম

    নরসিংদীতে লকডাউনের ৩য় দিনে ৪৮ মামলায় ৮২ হাজার ৩শত টাকা জরিমানা আদায়

    অনলাইন ডেস্ক রবিবার, ২৫ জুলাই ২০২১

    নরসিংদীতে লকডাউনের ৩য় দিনে ৪৮ মামলায় ৮২ হাজার ৩শত টাকা জরিমানা আদায়

    apps

    শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:

    সরকার ঘোষিত দ্বিতীয় ঢেউয়েল ২য় পর্যায়ে ১৪ দিন ব্যাপী লকডাউনের ৩য় দিন রবিবার (২৫জুলাই’২১) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালন করা হয়েছে। দূরপাল্লার সড়কে মালবাহী গাড়ি ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি । তবে শহরের রাস্তায় রিক্সা, অটোরিক্সা, সিএনজি চলাচল করতে দেখা গেছে। তবে সংখায় খুবই কম। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নিয়ন্ত্রণে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের শহরের রাস্তার মোড়ে মোড়ে কঠোর অবস্থানে ছিল।
    লকডাউন বাস্তবায়নে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় ৬টি উপজেলায় লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করছে।
    দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেভিনিউ ডেপুটি কালেক্টর শ্যামল চন্দ্র বসাক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইস আল রেজোয়ান জানান, আজ রবিবার (২৫ জুলাই) সরকারী বিধিনিষেধ অমান্য করার দায়ে জেলার বিভিন্ন স্থানে ৭ টি মোবাইল কোর্ট ৪৮ টি মামলায় ৮২হাজার ৩শত টাকা অর্থদন্ড আদায় করেছেন।
    দ্বিতীয় পর্যায়ের কঠিন লকডাউনের দ্বিতীয় দিনে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সরকার প্রদত্ত বিধি-নিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক, নরসিংদী জেলা সদর, মাধবদী, শিবপুর, রায়পুরা, পলাশ, বেলাব ও মনোহরদী উপজেলায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

    বাংলাদেশ সময়: ১১:০৯ অপরাহ্ণ | রবিবার, ২৫ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    পরম শ্রদ্ধেয় বাবার স্মরণে

    ৩০ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ