• শিরোনাম

    ধামরাইয়ে কৃষকের ধান পুড়ে ছাই বিচারের দাবিতে মানববন্ধন

    মোঃ ফারুক হোসেন,ধামরাই প্রতিনিধি: রবিবার, ০৮ মে ২০২২

    apps

    ঢাকার ধামরাইয়ে ইট ভাটার দূষিত কালো ধোঁয়ায় কৃষকদের শত শত বিঘা জমির ধান পুড়ে যাওয়ায় ইউএনও’র সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকরা। রবিবার (০৮ মে ২০২২ইং) বেলা বারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ক্ষতিপূরণ ও নায্য বিচারের দাবিতে ইউএনওর সহযোগিতা চেয়ে মানববন্ধন করা হয়। ভুক্তভোগী কৃষকরা জানান, কুশুরা ইউনিয়ন ও গাংগুটিয়া ইউনিয়নের তিনটি গ্রামের মাঝখানে নূর ইট ভাটা দুইটি,রাহাত ইট ভাটা,খান ইট ভাটা,মদিনা ইট ভাটা নামে পাচটি ইটভাটা আছে। এই পাচটি ইটভাটার কালো ধোঁয়ায় শত শত বিঘা ধানের জমি পুড়ে ছাই হয়ে গেছে। যার ফলে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এর বিচার চাইতে গেলে হুমকি ধামকি দিয়ে বলে ভাইরাসে ধান নষ্ট হইছে। বেশি বাড়াবাড়ি করলে খবর আছে বলে ভয় দেখায়। আমরা অসহায় হয়ে পড়েছি। তাই ইউএনও’র সহযোগিতা কামনা করে নায্য বিচারের দাবিতে মানববন্ধন করতেছি। আমরা যেন নায্য ক্ষতিপূরণ পাই। ভুক্তভোগী কৃষক আব্দুল গফুর বলেন, আমার যে জমিটার ধান পুড়ে গেছে তার ক্ষতিপূরণ চাই। কৃষক মুক্তা আলী বলেন আমার ৮০শতাংশ জমির ধান সবচেয়ে বেশি পোড়ে নষ্ট হয়ে গেছে। আমি এখন দুই চোখ অন্ধকার দেকতাছি আমার পরিবারের কি উপায় হইব না খাইয়া দিন কাটাইতে হইব। আমরা এর সঠিক বিচার চাই ও ক্ষতিপূরণ চাই কারন ইট ভাটার কালো ধোঁয়া দিয়ে ফসল পুড়ে ছাই করে দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ইট ভাটার কর্তৃপক্ষের সাথে কথা বলে। কৃষি অফিসারকে নিয়ে কৃষকের ক্ষতির একটা মূল্য নির্ধারণ করা হবে। যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ ইট ভাটা কর্তৃপক্ষ দিবে।

    বাংলাদেশ সময়: ৩:২৩ অপরাহ্ণ | রবিবার, ০৮ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    পরম শ্রদ্ধেয় বাবার স্মরণে

    ৩০ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ