• শিরোনাম

    টাঙ্গাইল জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদ্যাপন কমিটির উদ্যোগে জশ্নে জুলুছ অনুষ্ঠিত

    সোহেল রানা, টাঙ্গাইল: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

    টাঙ্গাইল জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদ্যাপন কমিটির উদ্যোগে জশ্নে জুলুছ অনুষ্ঠিত

    apps

    টাঙ্গাইলে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলায়হি ওয়াসাল্লাম ও জশ্নে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদ্যাপন কমিটির উদ্যোগে এর আয়োজন করা হয়। আলোচনা সভা ও জশ্নে জুলুছে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. ছানোয়ার হোসেন।

    বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. শাহজাহান আনছারী। উদ্বোধক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ মো. আব্দুল হাই। সম্মানিত মেহমান ছিলেন বাংলাদেশ ডেন্টাল কলেজ ঢাকা সাবেক প্রিন্সিপাল শাহ্ সুফি প্রফেসর ড. মুহাম্মদ আমীরুল ইসলাম (পি.এইচ.ডি), আহমাদাবাদ শরীফ করটিয়ার পীর সাহেব আলহাজ্ব শাহ্ সুফি সাইফুল্লাহিল ক্বাতেয়ী, আহমাদাবাদ দরবার শরীফ বুহুলী টাঙ্গাইলের পীর সাহেব আলহাজ্ব শাহ্ সুিফ ক্বারী মাওলানা হাবিবুল্লাহ আল আহমাদি।

    বিশেষ মেহমান ছিলেন টাঙ্গাইল সরকারি এম এম আলী কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ,সরকারি সা’দত কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. ছাইফুল মালেক আনসারী, পিচুরিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ¦ শাহ সুফি আহমাদ আলী, দেলদুয়ার মৌলভীপাড়া শাহীবাগ দরবার শরীফের পীর সাহেব শাহ্ হারুন-অর-রশিদ।
    জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদ্যাপন কমিটির সভাপতি ও হাজিবাগ দরবার শরীফের খাদেম আলহাজ¦ অধ্যাপক মুহাম্মদ আব্দুল কদ্দুস খসরু সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন করটিয়া সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবীর আল কাদেরী, দেলদুয়ার আলালপুর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ¦ মাওলানা শাহ সুফি আব্দুল ওহাব সিরাজী।

    সরকারি এম এম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক মো. আলী আশরাফ খান আর গাউছিয়া কমিটি টাঙ্গাইল জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোর্শেদ আলম মাসুদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু মোহাম্মদ এনায়েত করিম, বাঘিল কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নি মাদ্রাসার সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, নাগরপুর জনতা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ আলম খান, দেলদুয়ার টেউরিয়া তাফিজিয়া দরবার শরীফের পীরজাদা মাওলানা সৈয়দ মারুফ আল হোসাইন, বাঘিল কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নি মাদ্রাসার সুপার হাফেজ মাও. মো. মোজাম্মেল হক জালালী, আলহাজ¦ মাওলানা মো. মজিবুর রহমান হেলালী, মো. রফিকুল ইসলাম আল-মুজাদ্দেদী প্রমুখ। বেলা ১২টায় আয়োজকদের পক্ষ থেকে জশ্নে জুলুছ (আনন্দ র‌্যালি) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    বাংলাদেশ সময়: ১১:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ