• শিরোনাম

    চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: শুক্রবার, ১০ মার্চ ২০২৩

    চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

    apps

    ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এ শ্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়।

    এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন। সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

    আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, বর্তমানে ঝড়-বৃষ্টি হওয়ার সময়। এ্ই সময়ে ঘরবাড়িগুলো সংস্কার করতে হবে। সরকারের একার পক্ষে কোনকিছুই সম্ভব নয়। আপনারা খোঁজ খবর নেবেন। আমরা যদি সচেতন থাকি, তাহলে দুর্যোগ মোকাবেলা করতে পারবো।

    বাংলাদেশ সময়: ৬:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ