• শিরোনাম

    চাটখিলে মাদক ব্যবসায়ীকে ২ বছর কারাদন্ড

    চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: বুধবার, ৩০ আগস্ট ২০২৩

    চাটখিলে মাদক ব্যবসায়ীকে ২ বছর কারাদন্ড

    apps

    নোয়াখালীর চাটখিলে গত মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া উপজেলার বদলকোট ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড প্রদান করেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বদলকোট ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামের আলী আহমদের সন্তান লোকমান হোসেনকে (৪৫) গাঁজা সেবনরত অবস্থায় বিকেলে তার নিজ এলাকায় হাতেনাতে ধরা হয়। এসময় তার কাছ থেকে বিক্রির জন্য সংরক্ষণ করা ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ্#৩৯;মাদক সেবন করে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ২১ ধারা অনুসারে আসামীকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।্#৩৯; মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছে।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তাবৃন্দ ও চাটখিল থানা পুলিশ সহায়তা করেন।

    বাংলাদেশ সময়: ৭:৩৭ অপরাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ