নিজস্ব প্রতিবেদক : | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট
বাংলাদেশের সর্ব বৃহৎ মোবাইল অপারেটর গ্রামীনফোনের সাথে কক্সবাজারের ঐতিহ্যবাহী, নান্দনিক পাঁচ তারকা হোটেল দ্যা কক্স টুডে এবং বাংলাদেশের সর্ব প্রথম চেইন লাক্সারি তিন তারকা ডি’মোর হোটেল এন্ড রিসোর্ট এর সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে মঙ্গলবার। উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীনফোনের পক্ষ থেকে মিস মুনিয়া গণি (হেড অফ পার্টনারশিপ) এবং মহিউদ্দিন খান খোকন (ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং)। এই চুক্তির আওতায় অতিথিদের সেবায় সংযুক্ত হবে নতুন আতিথেয়তা।
এই সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীনফোন এবং হোটেল দ্যা কক্স টুডে এবং ডি’মোর হোটেল এন্ড রিসোর্ট এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একসাথে এগিয়ে চলুক স্মার্ট আতিথেয়তার নতুন দিগন্ত।এখন থেকে জিপি ষ্টার গ্রাহকেরা হোটেল দ্য কক্স টুডে ও ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্টে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
মহিউদ্দিন খান খোকন বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে যে ক’জন পথপ্রদর্শকের নাম উচ্চারিত হয়, তাদের মধ্যে অন্যতম তিনি।মহিউদ্দিন শুধু উদ্যোক্তা নন, তিনি হোটেল, মোটেল এবং ট্যুরিজম খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। দেশের প্রথম চেইন হোটেল ব্র্যান্ড ডিমোর (ডি’মোর)-এর স্বপ্নদ্রষ্টা তিনি। এই ব্র্যান্ড ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল, সাজেক, বান্দরবান এবং কুয়াকাটায় হোটেল ও রিসোর্ট স্থাপন করে দেশের পর্যটন খাতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
তিনি বলেন আজ আমরা দেশের সর্ব বৃহৎ মোবাইল অপারেটরের সাথে চুক্তি করতে পেরে আনন্দিত, আমরা সবসময়ই আমাদের গেষ্টদের কে সর্বোচ্চ সেবা দিয়ে থাকি,আমরা সেবার মান, নিরাপত্তা ও খাদ্যের মানে কখনো আপস করি না। আর গ্রামীনফোন বাংলাদেশের তাদের এমপ্লয়িদের ও গ্রাহকদের সুযোগ সুবিদার ব্যাপারে সর্বদা সচেতন। এই চুক্তির ফলে গ্রামীন ফোনের এমপ্লয়ি ও জিপি ষ্টাররা সর্বোচ্চ ডিসকাউন্টে ঐতিহ্যবাহী ও নান্দনিক পাঁচ তারকা হোটেল কক্সটুডে ও তিন তারকা চেইন ডি’মোর এ আনাবিল আনন্দে মেতে উঠবে।
Posted ১২:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।