• শিরোনাম

    গাজীপুরকে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইমুক্ত শহর করতে চাই : জিএমপি কমিশনার

    সুজন সারোয়ার, টঙ্গী : বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

    গাজীপুরকে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইমুক্ত শহর করতে চাই : জিএমপি কমিশনার

    apps

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেছেন, গাজীপুরকে একটি সন্ত্রাস, মাদক ও ছিনতাইমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা হবে। টঙ্গী একটি শিল্পনগরী। পোশাককর্মীরা প্রায়ই ছিনতাইয়ের শিকার হয়ে থাকেন। আপনাদের সহযোগিতায় টঙ্গী তথা গাজীপুরকে সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইমুক্ত শহর করতে চাই। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় টঙ্গী জামান মেমোরিয়াল একাডেমির রজতজয়ন্তী উৎসব, সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএমপি কমিশনার এসব কথা বলেন।
    জামান মেমোরিয়াল একাডেমির সভাপতি মোস্তফা কামাল হুমায়ুন হিমুর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক প্রদীপ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক খাইরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মাহবুব-উজ-জামান, ভারতের পশ্চিমবঙ্গের দানবীর সেখ সাইদুল ইসলাম, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ শাহ আলম প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

    বাংলাদেশ সময়: ১০:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ