• শিরোনাম

    কালিয়ায় পুলিশের সহযোগীতায় সংঘর্ষের মিমাংসা

    খাইরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, নড়াইল : বুধবার, ২১ জুন ২০২৩

    কালিয়ায় পুলিশের সহযোগীতায় সংঘর্ষের মিমাংসা

    apps

    নড়াইলের কালিয়া উপজেলার দুই গ্রামের বিবাদমান দ্বন্দ্বের আবসান ঘটাতে শান্তি সমাবেশ করেছে কালিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২০ জুন) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়ন পরিষদে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশ সূত্রে জানা যায়, গত ৩০ মে সন্ধ্যায় চাচুড়ি বাজারে পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামবাসী ও চাচুড়ি ইউনিয়নের চাচুড়ি গ্রামবাসীর এক দফা সংঘর্ষ হয়। পরের দিন ৩১ মে সকালে ওই দুই ইউনিয়নের আরো পাঁচটি গ্রাম দুই পক্ষে ভাগ হয়ে চাচুড়ি গ্রামের আনসার শেখের বাড়ির সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হয়। এ ঘটনায় পর উভয় পক্ষ থানায় মামলা দায়ের করলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো।

    এলাকাবাসীর উত্তেজনা প্রশমিত করতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুণু সাহা, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার, কালিয়া থানার ওসি তাসমিম আলম স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কয়েক দফা বসেন। এর ধারাবাহিকতায় পুরুলিয়া গ্রামের জাকাতুর রহমানকে আহবায়ক করে ৭জন উপদেষ্টা সহ ৩৬ সদস্য বিশিষ্ট একাটি শান্তি-সম্প্রীতি কমিটি গঠন করা হয়।

    জাকাতুর রহমানের সঞ্চালনায় মঙ্গলবার (২০জুন) বিকালে ওই শান্তি-সম্প্রীতি কমিটি দুই ইউনিয়নের শতাধিক গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাবেশের মাধ্যমে বিবাদমান দ্বন্ধ মিমাংসা করেন। কমিটির উপদেষ্টা সহ স্থানীয় মুরব্বিরা দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। এছাড়া আর যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া স্থানীয় চাচুড়ি বাজারে যেন এর কোন প্রভাব না পড়ে সেদিকে সবাইকে সজাগ থাকার কথা বলেন।

    এসময় উপস্থিত সকলের সামনে উভয় পক্ষের নেতাকর্মীরা ভবিষতে কোন ধরনের সহিংস ঘটনা ঘটাবে না বলে অঙ্গিকার করে।

    কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমিম আলমের সভাপতিত্তে ওই সমাবেশে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রনব কুমার, পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, চাচুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মেলজার হোসেন ভূইয়া, পাঁচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান এস এম সাইফুজ্জাসান, বাবরা-হাচলা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুল, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মোল্যা প্রমুখ।

    বাংলাদেশ সময়: ১১:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২১ জুন ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ