
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | বুধবার, ১১ জুন ২০২৫ | প্রিন্ট
“সবুজ ছায়ায় গড়বো, বৃক্ষ রোপণ করবো” — এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫-এর অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করেছেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ মো. শাহাদত হোসেন বিপ্লব।
বুধবার (১১ জুন) দিনব্যাপী এই কর্মসূচির আওতায় খিদিরপুর ইউনিয়নের রামপুর পুলিশ তদন্ত কেন্দ্র, একাধিক স্কুল ও মাদ্রাসায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়। এ সময় কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কৃষকদল নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলবে।
কৃষিবিদ বিপ্লব জানান, ভবিষ্যতেও পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি বিস্তৃত করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, পরিচালনা পর্ষদের সভাপতি শাহজাদা আরমান মেম্বার, খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, খিদিরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিমুদ্দিন, মনতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল বাকিউল ইসলাম, কৃষকদল নেতা রায়হান উদ্দিন বাচ্চু, শফিক মেম্বার, খ ম কামরুল, মহসিন কবির, মাসুদ রানা, এমরান মিয়া প্রমুখ।
Posted ৮:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১১ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।