বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

>>

নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি   |   রবিবার, ১৮ মে ২০২৫   |   প্রিন্ট

নরসিংদীতে র‍্যাব-১১ এর অভিযানে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ সিপিএসসি, নরসিংদীর অভিযানে মাধবদী থানার মেঘনা বাজার সংলগ্ন বঙ্গারচর এলাকা থেকে ১৭ কেজি শুকনো গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আটক হন মোঃ আশরাফুল ইসলাম (২২) ও সুফিয়া বেগম (৬০)। আশরাফুল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার দিয়াবই বাগবড়ি বাজার এলাকার বাসিন্দা এবং সুফিয়া গাজীপুর জেলার গাছা থানার দাখিল খান এলাকার বাসিন্দা। অভিযানে তাদের কাছ থেকে ১৭ কেজি শুকনো গাঁজা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা পরিবহন ও সরবরাহ করে আসছিল। তারা নরসিংদীসহ আশপাশের এলাকায় মাদক বিস্তারে সক্রিয় ছিল।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে কার্যকর ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধ নির্মূলে র‍্যাব-১১ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলমান অভিযানে র‍্যাব-১১ এখন পর্যন্ত চাঞ্চল্যকর অপরাধে জড়িত ৯৩ জন, আরসা সদস্য ১৫ জন, হত্যা মামলার ১১৬ আসামি, ধর্ষণ মামলার ৫১ আসামি, অস্ত্র মামলায় ১৬ জনসহ ৮৫টি অস্ত্র, ১২৮৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। মাদকবিরোধী অভিযানে ২৮৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। এছাড়া ৪৪ জন অপহরণকারী গ্রেফতার ও ৩৮ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারী ও ডাকাত ৫৫ জন, জেল পলাতক ৩৬ জনসহ মোট ২৮১ জন অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে।

উল্লেখ্য, এ তথ্য র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা, পিপিএম-সেবা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:০২ অপরাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins