
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | সোমবার, ১৬ জুন ২০২৫ | প্রিন্ট
নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা অংশ নিয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানে সিদ্ধান্ত দেন।
বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের প্রতি সততা, আন্তরিকতা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ভালো কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেন পুলিশ সুপার।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সার্কেল কর্মকর্তাসহ জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার সবাইকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
Posted ৯:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।