
আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাজিপুর উপজেলা শাখার আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি সেলিম রেজা সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
গত ২৫ জুন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত এক বিবৃতি গত ২৬ জুন ঘোষণা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ। কাজিপুর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে, ১৯ সদস্য বিশিষ্ট আংশিক উপজেলা কমিটি অনুমোদন করেন।
কমিটিতে সহ-সভাপতি এডভোকেট রবিউল হাসান, গাজী মাজহারুল আনোয়ার, ওয়াহেদুজ্জামান মিনু, আঃ মালেক স্বপন। সিনিয়র যুগ্ন সম্পাদক তহযীবুল এনাম তুষার এবং সাংগঠনিক সম্পাদক পদে নাসির উদ্দিন রতন এবং মিজানুর রহমান বাবলুর নাম ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কাজিপুর উপজেলা শাখার নবগঠিত কমিটি সময়োপযোগী, আগামী এক দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তিন বছর মেয়াদি ১৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠিত হবে। আশাকরি, এই কমিটি আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
Posted ১১:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।