
মানিক সরকার, গাজীপুর প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর ছাত্রদলের আওতাধীন গাজীপুরের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয়েছে।
সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাওয়াল কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাফসানজানি খন্দকার সজল, সাবেক যুগ্ন আহবায়ক নয়ন দেওয়ান, সদস্য মোঃ হাসিম, ভাওয়াল কলেজ ছাত্রদল নেতা শোয়েব আহমেদ শান্ত, শাকিল সরকার, রুহুল আমিন, মিনহাজুল ইসলাম, সিয়াম, নাঈম, রুবেল আহমেদ, আরাফাত, সোহান প্রমুখ।
এ সময় ভাওয়াল কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রাফসানজানি খন্দকার সজল বলেন, ছাত্রদল বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে ভাওয়াল কলেজের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদ করেছে। সন্ত্রাসমুক্ত নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রমে সহায়তা করা, খেলাধুলার আয়োজন, সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা, গবেষণা প্রভৃতি কর্মকাণ্ডে শিক্ষার্থীদের পাশে থাকায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আদর্শ বুকে ধারণ করে শিক্ষা, ঐক্য ও প্রগতির পতাকা বহন করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে তারাই আগামী দিনে ছাত্রদল করবে।
Posted ৫:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।