• শিরোনাম

    সিরাজগঞ্জে যেভাবে পেপার বিক্রির আয়ে চলে রুবেল হাসানের সংসার

    টি এম এ হাসান, সিরাজগঞ্জ শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

    সিরাজগঞ্জে যেভাবে  পেপার বিক্রির আয়ে চলে রুবেল হাসানের সংসার

    apps

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রুবেল হাসান গ্রামীণ বাজারগুলোয় পেপার (সংবাদপত্র) বিক্রি করেন। প্রতিদিন ভোর সকালে নিজ মোটরসাইকেলে প্রায় দুইশো পেপার নিয়ে বাজারগুলোর পথে বেরিয়ে পড়েন। প্রায় দেড় যুগ ধরে তিনি এ পেশায় আছেন। উপজেলার নাগরৌহা, শ্যামপুর , মনোহরা , মরিচা , গাড়াদহ, হরিরামপুর, রাজমানসহ আরো কটি গ্রামীণ বাজারে বিভিন্ন দোকানে পেপার বিক্রি করেন। দিনে তার আয় হয় চার শ’ টাকার ওপরে। এই আয়ের সঙ্গে সংসারের অন্য আয় মিলিয়ে চলে তার সংসার।
    বেশির ভাগ দোকানী পেপারের নিয়মিত খদ্দের বলে জানান। প্রতিবেদককে রুবেল হাসান বলেন, প্রায় দেড় যুগ ধরে পেপার বিক্রি করছেন। তিনি স্থানীয় একাধিক সংবাদপত্র এজেন্টের কাছ থেকে কমিশনে পেপার কিনে সাধারণ খদ্দেরদের কাছে বিক্রি করেন। আগে বাইসাইকেলে করে বিভিন্ন গ্রামীণ বাজারে বিক্রি করতেন। তার নিজের নামে কোনো সংবাদপত্রের এজেন্ট নেই। মোটরসাইকেলে পেপার কম সময়ে বাজারগুলোয় নিয়ে বিক্রি করা যায়। প্রতিদিন সব খরচ বাদ দিয়ে চার থেকে সাড়ে চারশো টাকা তার আয় হয়। এই সঙ্গে সংসারের আরো জোরগার মিলিয়ে চলে তার পরিবারিক জীবন।

    বাংলাদেশ সময়: ৭:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ