• শিরোনাম

    সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরে মামলা

    সাদুল্লাপুর প্রতিনিধি - বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

    সাদুল্লাপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরে মামলা

    apps

    গাইবান্ধা সাদুল্লাপুরের ধাপেরহাট মেসার্স তাহী ট্রেডার্সে ১৬ নভেম্বর রাতে শত্রুুতার জেরের ঘটনায় তাহী ট্রেডার্স এর মালিক ফিরোজ কবির মাসুমের সার কীটনাশক এর দোকানে ভাংচুর সহ লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গতকালই ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্হলে পরিদর্শন করেছে।

    মামলার বাদী ও এজাহার সূত্রে জানা যায় যে, আলহাজ্ব খেজের উদ্দিন সরকারের পুত্র ওয়াজেদ আলী সরকার ওরফে মমদেল
    (৫৬) সাথে ,বিবাদীর টাকা পয়সা লেনদেন
    সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে যাহার মামলা নং-২৭৫/২০।

    উক্ত মামলায় গত ১৯/১০/২০২২ ইং
    তারিখে বিজ্ঞ আদালত ওয়াজেদ আলী সরকার ওরফে মমদেল কে এক বছরের সাজা প্রদান করে জেল হাজতে প্রেরন করেন।
    ১৬ নভেম্বর বুধবার আসামী মমদেল বিজ্ঞ আদালত হইতে আপিলের মাধ্যমে জামিন লাভ করে। জামিনে এসে ১৬ নভেম্বর বুধবার রাত্রী অনুমান ০৮.০০ ঘটিকার সময় বাদীর পালানপাড়া মৌজাস্থ মেসার্স তাহী ট্রেডার্স সার ও কীটনাশকের দোকানের ভিতর ব্যবসা করা থাকাকালে এজারহার ভুক্ত আসামী হাসান পাড়া গ্রামের মৃত পুশু মন্ডলের পুত্র ও মমদেলের জামাই মশিউর রহমান (২৮) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে দোকানের চেয়ার/টেবিল,
    কীটনাষক ঔষধ এর বোতল, ১টি ২১ইঞ্চি রঙ্গীন টেলিভিশন সহ বিভিন্ন মালামাল
    ভাংচুর করিয়া ও সারের বস্তা কাটিয়া ফেলিয়া ক্যাশ বাক্স ভাঙ্গিয়ে নগত ১ লক্ষ ১০ হাজার ৭শত টাকা হাতিয়ে নেয়।
    বাদী প্রাণ ভয়ে নিরাপদে আশ্রয় নিলে তাকে হুমকি ধামকি দিয়ে চলে যায়।
    এতে বাদীর ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২ লক্ষ ৫৫ হাজার ৭ শত টাকা।

    এ বিষয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেন, সাদুল্লাপুর থানা ইনচার্জ প্রদীপ কুমার।

    বাংলাদেশ সময়: ৮:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ