• শিরোনাম

    সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত

    অনলাইন ডেস্ক মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

    সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত

    apps

     

    নবকন্ঠ ডেস্ক: করোনা মহামারির কারণে সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তাদের চাকরিতে আবেদনের সুযোগ দিতে যাচ্ছে সরকার।
    মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি চাকরি প্রত্যাশীদের এই সুযোগ দেওয়া হচ্ছে।
    তিনি জানান, ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হবে তারা পরবর্তী সময়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন।
    জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ২৬ মার্চের পর আগস্ট পর্যন্ত যে সকল মন্ত্রণালয়ের চাকরির বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল, তারা আগস্টের পর থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে। সে ক্ষেত্রে যারা প্রার্থী থাকবে তাদের জন্য আবেদনে চাইবে, ২৫ মার্চ তাদের বয়স ৩০ বছর হতে হবে।
    সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাকরির বয়স যেটা (৩০ বছর) আছে সেটাই থাকবে।
    শুধু কোভিড অবস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হবে।
    করোনার কারণে ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটির মধ্যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে ৩০ মে সাধারণ ছুটি শেষে নন-ক্যাডারে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

    বাংলাদেশ সময়: ৬:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    পরম শ্রদ্ধেয় বাবার স্মরণে

    ৩০ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ