• শিরোনাম

    শেরপুরের লছমনপুরে রাস্তার দুপাশের সরকারি গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

     এনামুল হক,শেরপুরঃ শনিবার, ২৩ জুলাই ২০২২

    শেরপুরের লছমনপুরে রাস্তার দুপাশের সরকারি গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

    apps
     শেরপুরের লছমনপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধানে রাস্তার দুপাশের সরকারি গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই শনিবার বিকালে লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে শান্তিপূর্ণ ভাবে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার ও বন বিভাগের অনুমতি ছাড়া অবৈধ ভাবে রাস্তার দুপাশে সরকারি গাছ কাটার ব্যাপক সমালোচনা করে বক্তারা জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। উল্লেখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাস্তার দুপাশে থাকা ছায়া দানকারী গাছগুলো কাটার খবর ভাইরাল হলে ২১ জুলাই বৃহস্পতিবার বিকালে প্রায় ১৫টি কর্তনকৃত গাছ জব্দ করেন শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস। সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ বিষয়ে লছমনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, আমার বিরুদ্ধে গাছ কাটার যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তিনি আরো বলেন, কে বা কারা গাছ কাটছে তা আমি কিছুই জানি না। বনবিভাগের শেরপুর সদর রেঞ্জ কর্মকর্তা আব্দুর রেজ্জাক বলেন, সরকারি গাছ বিক্রি করতে হলে বন বিভাগ কর্তৃক মূল্য নির্ধারণ সহ বন বিভাগের অনাপত্তিপত্র নিতে হবে। লছমনপুরে রাস্তার গাছ কাটার বিষয়ে বন বিভাগ থেকে কেউ অনুমতি বা অনাপত্তিপত্র নেয়নি। ইহা সম্পূর্ণ অবৈধ। এ ব্যাপারে শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস বলেন,রাস্তার ধারে গাছ কাটা হচ্ছে এমন খবর পাওয়ার পর কর্তনকৃত গাছগুলো জব্দ করে ইউনিয়ন ভূমি অফিসে রাখ হয়েছে। খবর শুনেই ইউপি চেয়ারম্যান আব্দুল হাই লিখিতভাবে ক্ষমা চেয়েছেন।তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    বাংলাদেশ সময়: ৮:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৩ জুলাই ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ