• শিরোনাম

    শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে আনন্দ পার্ক ও ডিসি বোটের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ

     এনামুল হক,শেরপুরঃ রবিবার, ৩০ জানুয়ারি ২০২২

    শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে আনন্দ পার্ক ও ডিসি বোটের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ

    শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে আনন্দ পার্ক ও ডিসি বোটের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ

    apps

    শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ বিনোদন কেন্দ্রে দৃষ্টি নন্দন ও ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে শিশু আনন্দ পার্কের (পাইরেটস শিপসহ) এবং গজনি বোট ক্লাবের (বোটিং, ফুড কোর্ড) শুভ উদ্বোধন করা হয়েছে।২৯ জানুয়ারি শনিবার বিকালে এসব স্থাপনার শুভ উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডিসি পত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া,শেরপুরের পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক তোফায়েল আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মুকতাদিরুল আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোছাঃ ফরিদা ইয়াসমিন,ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ ফায়েজুর রহমান,শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। শেরপুরে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ যোগদানের পর থেকেই গজনী অবকাশকে দৃষ্টি নন্দন ও ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছেন।ইতিপূর্বেও তিনি গজনীতে ক্যাবল কার,ঝুলন্ত ব্রীজ ও জিপ লাইলিং স্থাপন করেছেন। নতুন নতুন এসব বিনোদন যোগ হওয়ায় প্রতিদিন ভ্রমণ পিপাসুদের উপচেপড়া ভীড় জমে ওঠেছে।এছাড়া এসময় গজনী অবকাশ লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।ভবিষ্যতে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ সৃষ্টি করা হবে।আগামী মাসে ওয়াটার পার্ক, ওয়াটার পোলাে, শিশুদের সুইমিং কার্যক্রমের ‌উদ্বোধন হতে যাচ্ছে।

    বাংলাদেশ সময়: ১:১২ অপরাহ্ণ | রবিবার, ৩০ জানুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ